শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে গয়ড়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বেনাপোল ইউনিয়ন পরিষদের গয়ড়া ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মিয়া।
নিহত চার বছর বয়সী সাবিত একই উপজেলার জামতলা টেংরা গ্রামের প্রবাসী লিটন হোসেনের ছেলে। পারিবারের বরাতে বাগআচড়া ইউপি ৮নম্বর টেংরা ওয়ার্ড মেম্বার মোজাম গাজি বলেন,ঈদের পরদিন সাবিত তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায়। “মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে সাবিত বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে যায়।খেলা শেষে সবাই ফিরে এলেও সাবিত ফেরেনি।তখন সবাই খোজাখুজিতে থাকে।না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোজাখুজির পরে পানিতে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়।ততক্ষনে শিশু সাবিত মারা গেছে।”

আরো পড়ুন

সর্বশেষ