একাত্তর ডেস্ক:খেলোয়াড় জীবনে তারা দু’জন দু’জনের সতীর্থ ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় আর শচীন টেন্ডুলকার। সৌরভের নেতৃত্বে শচীন দীর্ঘদিন খেলেছেন। সৌরভও খেলেছেন শচীনের স্বল্পকালীন নেতৃত্বে। কিন্তু জানেন কি সৌরভের মেয়ে সানা আর শচীনের মেয়ে সারা লন্ডনের একই কলেজে সহপাঠী? দু’জনের বিষয় অবশ্য আলাদা। সানা পড়ে অর্থনীতিতে। শচীনের মেয়ে মা অঞ্জলির পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। লন্ডন কলেজ অব ইউনিভার্সিটির ছাত্রী দু’জনে। সানা বর্তমানে পি ডব্লিউসিতে ইন্টার্নশীপ করছে। বছরে স্টাইপেন্ড পায় ৩০ লক্ষ রুপি।
শচীনকন্যা সারা ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক নিউট্রিশনে এমএসসি করছে। স্টারকিডদের প্রথম নজর থাকে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরই অক্সফোর্ড। কিন্তু বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায়ও আট নম্বরে থাকা লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিও কম আকর্ষণীয় নয়। ৩০ জন নোবেল পুরস্কারপ্রাপ্ত আছেন শিক্ষকমণ্ডলীতে। চার বছরের কোর্স ফিজ চোখ কপালে তোলার পক্ষে যথেষ্ট- এক কোটি ৪০ লক্ষ রুপি। সৌরভ-শচীনের পক্ষেই বোধহয় সম্ভব এই খরচ টানা।(সূত্র:মানবজমিন)

