শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় কৃৃষকদের ধান কাটলেন এমপি  জগলু হায়দার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ কৃষিতে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে এক  দরিদ্র   কৃষকের ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তার নির্বাচনী এলাকায় দলীয়  নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার নকিপুর এলাকায় ছাকাত আলী মোল্লা নামের এক স্থানীয় কৃষকের  জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন ওই   সংসদ সদস্য।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহ সভাপতি ফেরদৌস হায়দার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, সুজন, আশিক, আসিফ, অমিত প্রমূথ।
এক সাংক্ষাৎকারে সংসদ  জগলুল হায়দার বলেন, দেশনেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই  দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি। আমার মতো সব জনপ্রতিনিধিরা কৃষকের ধান কেটে দিলে দরিদ্র কৃষকরা উপকৃত   হবে। একজন সংসদ সদস্য হিসাবে নয় একজন সাধারন মানুষ হিসাবে দরিদ্র মানুষের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছি। যে কোন বিপদ আপদে সারাজীবন মানুষের পাশে থাকব বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আরো পড়ুন

সর্বশেষ