শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

আরো খবর

গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দাড়িয়াপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামক স্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধাকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।(সূত্র: মানবজমিন)

আরো পড়ুন

সর্বশেষ