নিজস্ব প্রতিবেদক:মণিরামপুরে সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী। ঈদের পরদিন থেকে নির্বাচনী এলাকা মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে রাজনৈতিক দলীয় নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

এসময় তিনি সবার খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে নিজেদের বাড়িতে তাঁকে নিমন্ত্রণ করেন। এস এম ইয়াকুব আলীর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এস এম ইয়াকুব আলী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প আর কিছুই নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

