শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মানবিক’ পুলিশ হিসেবে পরিচিত শওকত হোসেন চাকরিচ্যুত

আরো খবর

একাত্তর ডেস্ক: চট্রগ্রামে‘ আলোচিত সেই পুলিশের  কনস্টেবল শওকত হোসেন চাকরিচ্যুত হয়েছেন।

চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, শওকত হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়’ লিখিতভাবে এমন বক্তব্য কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশ হয়। আদেশে সই করেছেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সুলতানা।

পুলিশ কনস্টেবল শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট থানা এলাকার বাসিন্দা। ২০০৫ সালে কনস্টেবল পদে যোগ দেন শওকত। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। এরপর বদলি হয়ে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে পদায়িত হন। চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করেন।

২০১১ সাল থেকে তিনি চট্টগ্রামে অসহায়, দুস্থ ও বেওয়ারিশদের চিকিৎসাসেবা দিয়ে প্রশংসিত হন। সামাজিত যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় তার বিভিন্ন কার্যক্রম। ২০১৯ সালে সিএমপির তৎকালীন কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের উদ্যোগে চট্টগ্রামে যাত্রা করে ‘মানবিক পুলিশ ইউনিট’।

আরো পড়ুন

সর্বশেষ