শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান রাশেদ পুলিশের খাচায়

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে আন্তঃজেলা গ্রিলকাটা চোর চক্রের প্রধান রাশেদুল (৩৬) কে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার গভির রাতে কোতয়ালী থানার পুলিশ শহরতির শেখহাটি থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে উদ্ধার ৫১ বোতল ফেনসিল,  বিভিন্ন কোম্পানির ৭১ টি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ডেবিড- ক্রেডিট কার্ড সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আটক রাশেদুল শেখহাটি মোল্যা পাড়ার তোরাফ আলীর ছেলে।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ক) সার্কেল জুয়েল ইমরান আজ শনিবার বেলা সাড়ে ১২ টায় কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
জুয়েল ইমরান বলেন, উপশহরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে।
এক পর্যায় আসমি রাশেদের সন্ধান পায় পুলিশ।গত রাতে অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় বড় ধরনের চুরি- ডাকাতী সংঘঠিত কাজে ব্যাবহৃত বিভিন্ন সঞ্জামাদি উদ্ধার হয়।
রাশেদের বিরুদ্ধে থানায় হত্যা, দশ্যুতা,  ডাকাতি, মাদকসহ একাধীক মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ