শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 নানা আয়োজনে যশোরে বিশ্ব নৃত্য দিবস উদযাপিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :‘আমরা চলি, নৃত্যের ছন্দে- সম্প্রীতির আনন্দে’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব নৃত্য দিবস উদযাপিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখার যৌথ আয়োজনে শনিবার (২৯ এপ্রিল) বিকেলে শিশুদের আনন্দ শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠানের মধ্যদিয়ে এ দিবস উদযাপিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, সদস্য শহিদুল হক বাদল, জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা। সঞ্চালনা করেন কামরুল হাসান রিপন।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, নৃত্যবিতান উদীচী, সুরবিতান, সুরধুনী সংগীত নিকেতন, সুরনিকেতন, চাঁদেরহাট, শেকড়, পুনশ্চ, ভৈরব, উৎকর্ষ, মা নৃত্যালয়, শিল্পাঙ্গন, ছাতিয়ানতলা সুরলয় সঙ্গীত একাডেমি, কিংশুক, শিশু একাডেমির দেড়শতাধিক শিশুশিল্পী ৩২টি নৃত্য পরিবেশন করে।

এরআগে শিল্পকলা একাডেমি চত্বর থেকে উল্লেখযোগ্য সংখ্যক নৃত্যশিল্পীর উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন

সর্বশেষ