শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি ওয়াগনারের

আরো খবর

বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেন প্রিগোজিন।

তার দাবি, পর্যাপ্ত গোলাবারুদের অভাবে বাখমুতে পাঁচ গুণ বেশি সেনা হতাহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি সম্মুখযুদ্ধে তাদের সেনাদের সরঞ্জাম সরবরাহের রাস্তা বন্ধ করতে ব্যার্থ হয়েছে রুশ বাহিনী। খবর আলজাজিরার।

শনিবার রুশ মিলিটারি ব্লগার সেমন পেগভকে দেয়া এ সাক্ষাৎকারে ওয়াগনার প্রধান বলেন, আর্টিলারি গোলাবারুদের অভাবে প্রয়োজনের থেকে ৫ গুণ বেশি সেনা হতাহত হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন আমাদের হাজারো মরদেহ কফিনে ভরে বাড়িতে পাঠাচ্ছি। তিনি আরও জানান, যতদ্রুত সম্ভব গোলাবারুদ পাঠানোর জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগুর কাছে দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন, অতিদ্রুত যদি গোলাবারুদের ঘাটতি পূরণ না করা যায় তবে আমাদের সেনাদের সেখানে প্রাণ হারাতে হবে অথবা বাখমুত থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার করা হলে তবে অন্য জায়গাগুলোতেও রাশিয়ার ফ্রন্টলাইন ভেঙে পড়বে।বাখমুতের দখল নিতে ১০ মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। এক সময় ৭০ হাজার বসতির এই শহর এখন পরিণত হয়েছে সম্পূর্ণ ধ্বংসাবশেষে। এখানে চলমান যুদ্ধে সেনা হতাহতের হারও অনেক বেশি।

আরো পড়ুন

সর্বশেষ