নিজস্ব প্রতিবেদক: মারধর, হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগে যশোরের শার্শা উপজেলার গোগা ইউপি চেয়ারম্যান তবিবর রহমানসহ চার জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে। শার্শা উপজেলা বসতপুর গ্রামের আহছান উল্লাহর ছেলে রায়হান হোসেন রিপন এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হলেন, শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে আব্দুল গনি এবং গোগা গ্রামের আব্দুস সামাদ ও তার ছেলে মনির হোসেন।
মামলায় রায়হান হোসেন রিপন উল্লেখ করেছেন, গত ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে তিনি বন্ধুসহ প্রাইভেটকারে করে বেনাপোল হতে বাগআঁচড়ায় যাচ্ছিলেন। পথে বারিপোতা বাজারে পৌঁছালে আসামিদের মধ্যে আব্দুল গনি মোটরসাইকেল দিয়ে ইচ্ছেকৃতভাবে প্রাইভেটকারে ধাক্কা মারেন। এ বিষয়টি নিয়ে রায়হান হোসেন রিপনের সাথে গনি, আব্দুস সামাদ ও মনির হোসেনের বাকবিতন্ডা হয়। আসামিরা রায়হান হোসেন রিপনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার রায়হান হোসেন রিপন ও তার বন্ধুরা প্রাইভেটকারে করে গোগা বাজারে যান। এ সময় আসামি আব্দুল গনি, আব্দুস সামাদ ও মনির হোসেন ধারালো অস্ত্র ও রড নিয়ে তাদের ওপর চড়াও হন। তারা রায়হান হোসেন রিপন ও তার বন্ধুদের ধরে বাজারের জনৈক সোহাগের চায়ের দোকানে নিয়ে যান এবং মারধর করেন। ওই তিন আসামি বাদীর গাড়ির গ্লাস ভেঙে ৭০ হাজার টাকা ক্ষতি করে। এছাড়া বাদীর কাছ থেকে ৫০ হাজার টাকা লুট করে ও তার বন্ধুর কাছ থেকে ৪৭ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয় এবং এক লাখ টাকা চাঁদাদাবি করে। এক পর্যায়ে স্থানীয় গন্যমান্য বক্তিরা সেখানে গিয়ে রায়হান হোসেন রিপনদের উদ্ধার করেন।
পরবর্তীতে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান আসামিদের বিষয়টি মীমাংসার নামে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রায়হান হোসেন রিপন ও তার বন্ধুদের মোবাইল ফোন করে হত্যার হুমকি দেন। যার কল রেকর্ড বাদী সংগ্রহ করে আদালতকে অবগত করেন।
শার্শার গোগা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

