শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নারীর ওপর হামলা করে সোনার চেইন ছিনতাই

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নাসিমা বেগম (৪৭) নামের এক নারীক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। (২৯ এপ্রিল) শনিবারে উপজলার প্রেমবাগ ইউনিয়নর মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ মারপিটের ঘটনা ঘটেছে। নাসিমা বেগম শেখ পাড়া এলাকার মোতাহার মোল্যার স্ত্রী। মারপিটের পর আহত অবস্থায় তাকে উপজলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলাকারী দুই যুবক হলেন, একই এলাকার মোঃ তাইজুল মাল্যার ছেলে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির চালক শাহিনুর মোল্যা ও তার ভাই ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুর মোল্যা।
এ ব্যাপার নাসিমা বেগমের ছেলে শাকিল মোল্যা জানান, শনিবার সকালে তাদের জমিতে শাহিনুর মোল্যা ও তার ভাই আমিনুর মোল্যা উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি গরু বেঁধে রাখে। এসময় তার মা নাসিমা বেগম গরুগুলা বাধার কারণ জানতে চাইলে তারা ঝগড়া শুরু করে। এক পর্যায় শাহিনুর মোল্যার নির্দেশে তার মাকে আশরাফুল মোল্যা ঝাপটে ধরে এবং আমিনুর মাল্যা দেশিয় অস্ত্র দিয়ে পেটাতে শুরু করে।
তিনি আরও জানান,পরে শাহিনুর মোল্যা তার মায়ের শ্লীলতাহানীর চেষ্টা করে। তার মা চিৎকার করলে আমিনুর মোল্যা মুখ চেপে ধরে এবং শাহিনুর মোল্যা বাঁশের লাঠি দিয়ে ডান হাত ও পায়ে আঘাত করে। এসময় তার মায়ের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে ও প্রাণনাশকের হুমকি দিয়ে তারা চলে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মিলন কুমার মন্ডল জানান, শনিবার আমি বাগেরহাট ছিলাম। এরকম কোনা অভিযোগ আমার কাছে এখনও আসেনি। তবে অভিযোগ হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ