শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্রসহ ৩ জন নিহত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেশবপুর -চুকনগর আঞ্চলিক
মহাসড়কে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে
তিন আরোহী ঘটনাস্থলে এই নিহত হয়েছে।

এ সংবাদ পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ
নিহাতদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে
আসলে ককর্তব্যরত চিকিৎসক তিনজন কে মৃত
ঘোষণা করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুর
রহমান জানান, সন্ধ্যার ৭:৩০ মিনিটের দিকে
কেশবপুর চুকনগর মহাসড়কে কেশবপুর সদর
ইউনিয়নের বুজতলা নামক স্থানে দুটি মটরসাইকেল
মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের
আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিতহরা হলেন পার্শ্ববর্তীখুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেদগ্রামের মান্নান
জোয়ারদারের পুত্র জাহাঙ্গীর জোয়ারদার (৪০) তার
পুত্র মুস্তাইন(২০) ওপর মটর সাইকেল চালক ডুমুরিয়া
উপজেলার মোলঙ্গি গ্রামের আব্দুস সাত্তারের পুত্র
মোস্তফা (২১) । ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের
কেশবপুর স্টেশান ইনচার্জ সংখ্যার বিশ্বাস জানান,
খবর পেয়ে নিহাতদের উদ্ধার করে কেশবপুর
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ