একাত্তর ডেস্ক: দুপুরের কড়া রোদে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ঠেলা থেকে তেঁতুলের আচার দিয়ে আলুকাবলি খেতে দেখা গেল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলুকাবলি খাওয়ার ভিডিও দিয়ে নুসরাত জাহান লেখেন, ‘শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দুপুর। আলুকাবলি। তেঁতুলের আচার আর দাদুর স্নেহ। এর থেকে জীবনে আর কী-ই বা ভাল হতে পারে। সাদামাটা জিনিসই জীবনে সব থেকে বেশি আনন্দ দেয়। হাসতে শেখায়।’
নুসরাতের এমন ভিডিও দেখে তো জিভে জল টলিপাড়ার অন্য নায়িকাদের।নুসরাতের বান্ধবী মিমি চক্রবর্তী লিখলেন, ‘পুরো নস্ট্যালজিয়া।’
নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের মন্তব্য, ‘আমারও চাই।’ দর্শনা বণিক, উষসী সেনগুপ্তরাও কমেন্ট করে প্রতিক্রিয়া জানালেন।
তবে এই পোস্টের জন্য ট্রলডও হতে হল নুসরাত জাহানকে। কেউ অভিনেত্রীর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করলেন তো কেউ বা আবার রাজ্যপাট সামলানো নিয়ে খোঁটা দিলেন নুসরাতকে। তবে বরাবরের মতো এবারেও নায়িকা ডোন্ট কেয়ার!

