শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের জন্য কাজ করে- এমপি বাবু

আরো খবর

কপিলমুনি(খুলনা)প্রতিনিধি:খুলনা-৬ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে আ’লীগ সরকার। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে সকল মানুষের জন্য কাজ করে থাকেন, তাঁদের শ্রমের মর্যাদা দিতে হবে।

শ্রমিকদের ত্যাগ ও শ্রম দিয়েই সম্পদ তৈরী হয়। তাদের সাথে আমরা ছিলাম, আছি ও থাকবো। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশের স্বার্থে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।
কপিলমুনি (বিনোদগঞ্জ) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত সভাপতি চন্দন কুমার দাশের সভাপতিত্বে হলুদ চাঁদনীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আ’লীগ নেতা প্রভাষক মোঃ মঈনুল ইসলাম, কপিলমুনি পুলিশিং ফোরামের সভাপতি সাধন ভদ্র, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, গাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।

বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, ইউপি মেম্বর মোঃ মুজাহিদ হাজরা, তাপস সাধু, সাবেক শ্রমিক নেতা আবুল কাশেম, রনজিৎ কুমার মন্ডল, সরদার জাহাঙ্গীর আলম, পলাশ বাছাড় প্রমুখ। অলোচনা সভা সঞ্চালনা করেন ইউপি মেম্বর মোস্তাফিজুর রহমান মিন্টু। প্রসংগত, আলোচনা সভার আগে র‌্যালি ও পরে ও খাবার বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ