বেনাপোল প্রতিনিধি:-
টানাতিন দিনের বৃষ্টিতে কৃষকের আশা নিরাশায় পরিনত হয়েছে।ফসলের ক্ষতিতে ডুবেছে কৃষকের সপ্নও। অধিকাংশ আমন ধানক্ষেত তলিয়ে গেছে পানিতে। পচে নষ্ট হচ্ছে ধানও বিচলি। গো খাদ্য নিয়েও সমস্যায় চাষীরা। কিছুটা ক্ষতি পোষাতে কনকনে ঠান্ডার মধ্যে দিনরাত মাঠে নেমেছে কৃষান কৃষানীরা। হতাশা উৎকন্ঠা ও দুর্ভোগে তারা
ধারদেনা করে আম ধান চাষে অনেক কৃষক চোখেমুখে অন্ধকার দেখছেন। অনেকে সার,বীজ, কীটনাশকের দোকানের পাওনা পরিশোধ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। অনেক বোরো বীজতলা তলিয়ে গেছে পানিতে। ভাসছে হাজারও বিঘা জমিতে থাকা পাকা ধান ও কেটে গাদাদিয়ে রাখা ধান। বৃষ্টিতে গো খাদ্যের অভাব হবে বলে জানান কৃষকেরা। নারী পুরুষ মিলে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে করছেন অক্লান্ত পরিশ্রম। ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষানীরা।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্ধ পেলে প্রনোদনা দেওয়া হবে কৃষকের। পানি নেমে গেলে দ্রুত সময়ে নতুন বীজখোলা তৈরীতে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল।
উপজেলায় ২৩ হাজার ৬শ হেক্টর জমিতে হয়েছে আমন ধানের চাষ। পানিতে প্রায় ৫শ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর। বিপর্যয় থেকে উঠে দাড়াতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। #

