শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে চোরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আরো খবর

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ চৌরাস্তা
মোড়ে অবৈধ পন্থায় বিদ্যুৎ চুরি করে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি সাধনের
অপরাধে এক প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন স্থানীয়
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ লাইনের সংযোগ তার ছিদ্র করে চোরাই
তারের মাধ্যমে অতি গোপনে এ বিদ্যুৎ ব্যবহার করছিলেন প্রতিষ্ঠানটি।
গত ৩ মে সকালে অভিযান চালিয়ে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ের
এমএসসি এন্টারপ্রাইজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা
হয়। এব্যাপারে অভিযুক্ত শরিফুল ইসলাম চাকলাদার জানান, তিনি ওই রুম
ভাড়া নেয়ার পর থেকে যেভাবে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন সেইভাবে
চালিয়ে আসছেন। পল্লী বিদ্যুতের রাজগঞ্জ সাব-জোনাল অফিসের সহকারি জেনারেল
ম্যানেজার শাহজাহান জানান, এমএসসি এন্টারপ্রাইজের মালিক
শরিফুল ইসলাম চাকলাদার বিশেষ কৌশলে বিদ্যুতের সংযোগ লাইনের তার
ছিদ্র করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অফিসে
এসিসহ যাবতীয় কাজে বিদ্যুৎ ব্যবহার করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে যেয়ে ওই
প্রতিষ্ঠানের অবৈধ বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এখন
অফিসিয়াল ভাবে ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারি ব্যক্তির
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুুতি চলছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এ শীর্ষ কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ