নিজস্ব প্রতিবেদক:যশোরে এসএসসি পরীক্ষার্থীসহ তিন জনের আত্মহত্যা করেছে। তারা হচ্ছে বেনাপোলের তন্বী মন্ডল (১৫), চাউলিয়ার আব্বাস আলী (৫৫) ও নাইমা খাতুন।
এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী তন্বী মন্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে।বুধবার দিবাগত রাতে নিজ বাড়ির ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। বেনাপোল পৌর্টথানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে তন্বী মন্ডল (১৫) এস এস সি পরীার্থীর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কেন কি করনে আত্মহত্যা করেছে তার ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরনের করা হয়েছে। এদিকে একই দিন যশোর সদরে মোহাম্মদ আব্বাস আলী (৫৫) বিষ পান করে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার চাউলিয়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, আব্বাস কিটনাশক পান করে অসুস্থ অবস্থায় সকাল সাতটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন আবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে যশোর শহরে পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে নাইমা খাতুন বয়স (২০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। নাইমা শহরের সিটি কলেজ পাড়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, নাইমাকে ঘরে ঝুলন্ত আবস্থায় দেখতে পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

