শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আ’লীগ নেতা এস এম ইয়াকুব আলীর সহায়তায় হাসি ফুটল প্রতিবন্ধির মুখে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:হুইল চেয়ার উপহার দিয়ে প্রতিবন্ধী মাসুম বিল্লাহের মুখে হাসি ফোটালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।

মাসুম বিল্লাহ মণিরামপুরের উত্তর বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে। ‘সবাই শুধু আশ্বাস দেয়, আজও মেলেনি একটি হুইল চেয়ার’ শিরোনামটি এস এম ইয়াকুব আলীর নজর কাড়ে।

তিনি তাৎক্ষনিক প্রতিবন্ধী মাসুম বিল্লাহের একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। তারই ধারাবাহিকতায় এস এম ইয়াকুব আলীর পক্ষে বৃহস্পতিবার প্রতিবন্ধী মাসুম বিল্লাহের নিকট হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, যুবলীগ নেতা আশিক, কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা বুরহান হোসেন, জুয়েল হোসেন, মিরাজুল ইসলাম, সাকিব হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ