শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঘেরের মাটি কাটার নামে পাকা রাস্তা সাবাড় করছে মণিরামপুরের এক প্রভাবশালী

আরো খবর

 শাহাজান শাকিল, মণিরামপুর:যশোরের মণিরামপুর টু ঝিকরগাছা রোডের রোহিতা ইউনিয়ন এর সরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে  ঘের খনন করছেন স্থানীয়  প্রভাবশালী একটি চক্র।
এ কারণে সম্প্রতি পিচ ঢালাই করা নতুন রাস্তাটিতে  ফাটল দেখা দিয়েছে এবং রাস্তার পাশের অংশ ভেঙ্গে যেতে শুরু করেছে। বর্ষা মৌসুমে রাস্তাটি  ধসে ঘেরের সাথে মিশে একাকার হয়ে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন,শুধু মাছ চাষের জন্যই ঘের খনন করেন না, মাটি বালি বিক্রি করে পায় মোটা অংকের টাকা। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায়  উন্নয়ন কৃত রাস্তাটি নষ্ট করে চলেছেন । তাদের দাবি, মাত্র কয়েক জনের স্বার্থ হাসিলের জন্য নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটি।
স্থানীয় জনসাধারণ এব্যপারে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
ঘের খননকারী বাবু, গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।
এ-বিষয়ে রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাফিজ  উদ্দিন বলেন, আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানিয়েছি। কিন্তু উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ  নেয়নি।
মণিরামপুর  উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, বিষয়টি আমি জানিনা,আমার কাছে কেউ এবিষয়ে অভিযোগ করেননি। আমি মাত্র জানতে পেরেছি, খুব শীগ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ