শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

১কোটি ২০লাখ টাকার সোনা ফেলে ইছামতি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় দু’পাচারকারী

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শার গোগা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ১কেজি ৪শ২গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরৎ বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে  এসময় সোনার ব্যাগ ফেলে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় দুই পাচারকারী। আটক সোনার মুল্য কা বলে জানান বিজিবি
কর্মকর্তা।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান জানান.গোগা সীমান্তের
১৭/৭এস এর ৪৪ পিলারের নিকট দিয়ে ভারতে সোনার চালান পাচার হচ্ছে জানতে পারে বিজিবি।
শুক্রবার বিকালে শার্শার গোগার জোড়াপুকুর এলাকায় চৌকস বিজিবি দল অভিযান চালায়।

এসময় সন্দেহ ভাজন দুই জনকে থামতে বললে বিজিবির উপস্তিতি টের পেয় চোরাকারবারীরা স্বর্নের ব্যাগ
ফেলে নদীতে ঝাপ দেয়। তারা ভারতের পিপড়ে গাছী সীমান্তের দিকে পালিয়ে যায় বলে জানায়
বিজিবি।

এসময় পরিত্যাক্ত অবস্থায় কসটেপ মোড়ানো স্বর্নের চালানটি জব্দ করা হয় । উদ্ধার
করা হয় ১২টি স্বর্নের বিস্কুট। স্বর্নের চালানটি কাষ্টম ট্রেজারিতে জমা করা হবে বলে জানায়
বিজিবি।
উল্লেখ্য সীমান্ত এলাকায় গত ১বছরে  বিজিবির  অভিযানে ৯৮ কেজি ৪শগ্রাম স্বর্ণ উদ্ধার করেছে
খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় ৩৪ জনকে আটক করা হয়। পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে
জানান সিও তানভির রহমান।।

আরো পড়ুন

সর্বশেষ