সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১টি ব্যাংকে রেমিটেন্স এসেছে ৮ কোটি টাকার উর্দ্ধে। উপজেলার বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত সুত্রে প্রকাশ, পবিত্র ঈদুল ফিতরের পূর্বে সমগ্র মার্চ মাস ও এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রাপ্ত রেমিটেন্সের হিসাব অনুযায়ী ১১টি ব্যাংকে রেমিটেন্স এসেছে ৮ কোটি ৭৬ লক্ষ ৬ হাজার ৪ শত সাত টাকা। প্রাপ্ত রেমিটেন্স এসেছে বেশির ভাগ মালেশিয়া, ইটালী, সেীদি আরব, কুয়েত, সিংগাপুর, কাতার, আমেরিকা, কানাডাসহ অন্যান্য দেশ থেকে। মধ্য প্রাচ্য ও ইউরোপ কান্ট্রি থেকে বেশি রেমিটেন্স এসেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান।
বিভিন্ন ব্যাংকে রেমিটেন্স বাংলাদেশে এসেছে বিভিন্ন মাধ্যমে। ব্যাংক ম্যানেজারদের মাধ্যমে জানা যায়, বেশির ভাগ রেমিটেন্স এসছে ওয়েস্টার্ন ইউনিয়ন, টারান্সফাস্ট, রিয়া, মানিগ্রাম, এক্সপ্রেস মানি, ইনস্টান্ট ক্যাশ, প্লাসিড এক্সপ্রেস, ওমান এক্সচেন্স, ক্যাশ এক্সপ্রেস, ইউএই এক্সচেঞ্জ, ব্রাক সাজন, স্পট ক্যাশ, আইএমই, কেবিই প্রভূতি।
উপজেলা সদরে ১১টি ব্যাংকের মধ্যে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায়। এ ব্যাংকে রেমিটেন্স এসেছে সমগ্র মার্চ মাস ও এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত ৫ কোটি ৬৬ লক্ষ টাকা।
মার্চ মাসে ১১ টি ব্যাংকে রেমিটেন্স এসেছে ৫ কোটি ৩৭ লক্ষ ১ হাজার ছয়শত সত্তর টাকা ও এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ১১ টি ব্যাংকে রেমিটেন্স এসেছে ৩ কোটি ৩৯ লক্ষ ৪ হাজার সাতশত সাইত্রিশ টাকা।
বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা সদরের ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মো: হাবিবুর রহমান জানান মার্চ মাসে রেমিটেন্স এসেছে ৩ কোটি ৪০ লক্ষ টাকা ও এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে ২ কোটি ২৬ লক্ষ টাকা। জনতা ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মাহবুবুর রহমান জানান মার্চ মাসে রেমিটেন্স এসেছে ৪৭ লক্ষ ৩২ হাজার ৯৭৯ টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স এসেছে ১৭ লক্ষ ৬ হাজার ২৩৭ টাকা। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মো: নিয়ামুল ওয়াকিল জানান, মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ২৭ লক্ষ টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত ১২ লক্ষ টাকা পেয়েছেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ আফতাবুজ্জামান জানান মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ১২ লক্ষ ৯৩ হাজার ১৬৯ টাকা ও এপ্রিল ১৫ তারিখ পর্যন্ত পেয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার টাকা। অগ্রণী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মো: ইকবাল হোসেন জানান মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ১৪ লক্ষ ৭১ হাজার ৬৪৮ টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স পেয়েছেন ১৬ লক্ষ ৫৩ হাজার ৬৭৮টাকা।
কৃষি ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার রুহুল কুদ্দুস জানান মার্চ মাসে রেমিটেন্স এসেছে ১২ লক্ষ ৪৫ হাজার ৮৭৪ টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স এসেছে ১৩ লক্ষ ৬০ হাজার ৯৬ টাকা।
সোনালী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার এ এস এম আব্দুল কুদ্দুস জানান মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ৫৬ লক্ষ টাকা ও এপ্রিল ১৫ তারিখ পর্যন্ত ২২ লক্ষ টাকা পেয়েছেন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১ কোটি ৭২ লক্ষ টাকা রেমিটেন্স পেয়েছেন।
রুপালী ব্যাংক নওয়াবেঁকী শাখার ম্যানেজার মো: নুরুজ্জামান জানান, মার্চ মাসে রেমিটেন্স এসেছে ১৭ লক্ষ টাকা ও এপ্রিল ১৫ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে ১৮ লক্ষ টাকা।
সোসাল ইসলামী ব্যাংক শ্যামনগরের ম্যানেজার মো: জাবির হোসেন বলেন মার্চ মাসে রেমিটেন্স এসেছে ১ লক্ষ ৩২ হাজার টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত ১ লক্ষ ৫২ হাজার টাকা রেমিটেন্স এসেছে।
সাউথ বাংলা ব্যাংক শ্যামনগরের ম্যানেজারৌ আবু রায়হান জানান মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত পেয়েছেন ৩ লক্ষ ৭৪ হাজার টাকা। ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার নুর নবী খান জানান মার্চ মাসে রেমিটেন্স পেয়েছেন ৪ লক্ষ টাকা ও ১৫ এপ্রিল পর্যন্ত রেমিটেন্স পেয়েছেন ৪ লক্ষ ৬৮ হাজার ৭২৬ টাকা।
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক কিশোরী মোহন মন্ডল বলেন দেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব অপরীসীম। রেমিটেন্স দেশের নাগরিকদের মাথাপিছু আয় উন্নতি করে। বিশেষজ্ঞদের মতে রেমিটেন্স দেশের জিডিপি বৃদ্ধির পাশাপাশি দেশকে এগিয়ে রাখে।

