শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কাপড় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে লক্ষাধিক টাকা চাঁদা দাবিতে এক কাপড় ব্যবসায়ীকে মারপিট ও জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনায় গতকাল যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
  যশোর সদর উপজেলার ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগে জানান, তার একটি কাপড়ের দোকান আছে যশোর কালেক্টর মার্কেটের সামনে।
দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেখে নেওয়া সহ জীবননাশের হুমকি দেয়। একপর্যায়ে গত ৫মে বেলা দুইটার দিকে শেখহাটির বাসা থেকে মোটরসাইকেল যোগ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শেখহাটি বাবলাতলা পলিথিন কারখানার সামনে পৌঁছালে, শেখহাটি এলাকার মৃত আবু জেহের এর পুত্র মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মনিরুল ইসলাম (৪৩) ঘুরুলিয়ার সাদ্দাম মোড় এলাকার হাফিজুর রহমানের ছেলে রাসেল (৩৪) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদা দাবি ও আমাকে মারপিট করে। আমার মোটরসাইকেল নিয়ে যাবার চেষ্টা করে এবং বলে তোর কোন “বাপ আছে আজ তোকে ঠেকাবে”। এসময় আমি ৯৯৯ ফোন করলে আসামিরা আমাকে আরো মারপিট করে আমার পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত চলে যায় এর মধ্যে সংবাদ পেয়ে পুলিশ পৌঁছালে আসামিরা দ্রুত আমার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী আমাকে উদ্ধার ও তাদের সহযোগিতায় আমাকে যশোর হাসপাতালে ভর্তি করে দেয়। আসামিরা যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে চলে যায়। অভিযোগকারী ইসরাইল হোসেন জানান, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গতকাল যশোর কোতোয়ালি থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।অভিযোগে ইসরাইল হোসেন জানিয়েছেন আসামীরা দীর্ঘদিন ধরে তার কাছে টাকা পয়সা দাবি করে আসছিল। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা রয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেন। এবিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোঃ ইকরামুল হুদা বলেছেন, ঘটনাটির একটি অভিযোগ আমি পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

আরো পড়ুন

সর্বশেষ