সাতক্ষীরা প্রতিনিধিঃ নাশকতার অভিযোগে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে(৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মে) রাতে তাকে আলিপুর চেকপোস্ট এলাকার নিজ অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ আলিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নাশকতা মামলায় আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২২ সালের শেষে একটি নাশকতা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল। মামলা নাম্বর- ০৭। এ ছাড়া তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

