নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মণিরামপুরে গণসংযোগ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের সাথে দেখা করে দোয়া ও সমর্থনে গণসংযোগ করেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, জেলা সার্ভেয়ার এ্যাসোসিয়ানের সাংগঠনিক সম্পাদক আবু জাফর, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক রিজভী আহম্মেদ, ছাত্রলীগ সদস্য আশিক হোসেন, জুয়েল হোসেন, রুবেল হোসেন, শিমুল প্রমুখ।
এদিকে, একইদিনে সন্ধ্যায় মণিরামপুর পৌর শহরের কেন্দ্রীয় দোলখোলা মন্দিরে মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলী। এসময় তিনি মন্দির কমিটির সভাপতি সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষের হাতে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

