নিজস্ব প্রতিবেদক ॥ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বালক বিভাগে স্বাগতিক যশোর জেলা। বালিকা বিভাগে নড়াইল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাইনাল প্রতিযোগিতা দুটি যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
বালক বিভাগে ফাইনালে স্বাগতিক যশোর জেলা ও সাতক্ষীরা জেলা মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ৩৪-৩৩ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে পরাজিত করেছে। যশোর প্রথমার্ধ্বে ২১-১৮ পয়েন্টে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধ্বে ১৫-১৩ অর্জন করে সাতক্ষীরা জেলা বালক দল।
বালিকা বিভাগের ফাইনাল ম্যাচে নড়াইল জেলা ঝিনাইদহ জেলার উপর একক অধিপত্য বিস্তার করে। নড়াইল ৬৯-১৭ পয়েন্টে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের প্রথমার্ধ্বে নড়াইল ৩ বোনাস ও ৮ লোনাসহ ৪৩ পয়েন্ট অর্জন করে। অপরদিকে ঝিনাইদহ মাত্র ৬ পয়েন্টে অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশের খুলনা বিভাগের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন। যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী সদস্য এসএম ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মির্জা আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য সোহেল আল মামুন নিশাদ, রায়হান সিদ্দিকী প্রবাল, কাবাডি পরিষদের সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা, সম্পাদক শহিদুর রহমান, এথলেটিক্স পরিষদের সম্পাদক নিবাস হালদার প্রমুখ।

