শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিরু’র ইন্তেকাল

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইল সিটি কলেজের সহকারী অধ্যাপক ও সঙ্গীতজ্ঞ বীর মুক্তিযোদ্ধা শরীফ মশিউর রহমান মিরু (৬৮) ইন্তেকাল করেছেন। রোববার (৭মে) ভোরে শহরের ভওয়াখালী এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দূপুরে রূপগঞ্জ জামে মসজিদের সামনে তাঁর জানাজা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে গ্রামের বাড়ি সদরের ভবানীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দীর্ঘদিন মস্তিষ্কে টিউমারসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দু’কন্যা, ভাই-বোন, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, তিনি নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রাণপুরুষ। নড়াইল সরগম সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং একজন শাস্ত্রীয় সংগীত শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

আরো পড়ুন

সর্বশেষ