সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আরো খবর

 

কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য প্রমূখ। এরআগে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এছাড়াও একই দিনে পিকেএসএফ‘র সহায়াতায় পাঁজিয়া ইউনিয়মিটি ও পাঁজিয়া ইউনিয়ন প্রবীন কমিটির উদ্যোগে আন্তজার্তিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাধান সংস্থার সহকারী পরিচালক শফিউল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির পাঁজিয়া ইউনিয়ন সমন্ময়কারী আশরাফুজ্জামান, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অধ্যাপক কপিল উদ্দিন (অবঃ), শিক্ষা সুপারভাইজার সিদ্দিকুর রহমান প্রমূখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ