সাতক্ষীরা ও কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে ২ কোটি ৪০লক্ষ টাকা মূল্যের চার বোতল এল এস ডি মাদক সহ সাহেব আলী (৪৫)নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার কাঁদপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক সাহেব আলী একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে।থানা পুলিশ জানায়, মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ কাঁদপুর এলাকায় অভিযান চালায়।এসময় আসামীর বাড়ি থেকে ৪বোতল এল এসডি মাদক উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২কোটি৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে থানা পুলিশ।
কালারোয়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মো.মোস্তাফিজুর রহমান জানান,৪বোতল এল এসডি মাদক সহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

