অভয়নগর প্রতিনিধি
‘বিজ্ঞান,প্রযুক্তি ও নৈতিকতা: একসুত্রে গাঁথা ’ এ স্লোগানে অভয়নগরে উপজেলা পরিষদের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করেছে। এ সময় প্রধান অতিথি বলেন, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আশা করবো এখান থেকে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগবে।
অভয়নগরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

