শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের সেই নারী আইনজীবীকে সাময়িক বহিষ্কার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে রিকশাচালককে চড়-থাপ্পড় মারা নারী আইনজীবী আরতি রাণী ঘোষকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। একই সাথে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার জবাব দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। রবিবার  জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মর্তুজা ছোট বলেন, ‘যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অভিযুক্ত আরতি রাণী ঘোষকে গত ৮ মে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাবার দ ‘দিন পর ১১ মে আরতি রাণী ঘোষ জবাব দাখিল করেন। ওই জবাব নিয়ে রোবার দুপুরে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভা হয়।’

তিনি আরো বলেন, ‘আরতি রাণীর জবাব বৈঠকে উপস্থিত নেতাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। যে কারণে সর্বসিদ্ধান্ত মতে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার জবাব দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। ওই জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সভায় কার্যকরী পরিষদের ১৩ সদস্যই উপস্থিত ছিলেন।

৭ মে দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন অ্যাডভোকেট আরতি রাণী ঘোষ। এ সময় একটি রিকশার সাথে তার ধাক্কা লেগে পড়ে যান তিনি। এ ঘটনায় ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মারেন। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।

আরো পড়ুন

সর্বশেষ