শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আইন শৃংখলা কমিটির সভা, অপরাধ নিয়ন্ত্রণে সচল হচ্ছে ২৩০ সিসি ক্যামেরা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:রোববার  যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

সভায় মাদক,চোরাচলানসহ অপরাধ দমনে  টাস্কফোর্সের অভিযানএবং বাজার মনিটারিং জোরদারের আহ্বান জানানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পৌরসভার বিভিন্ন স্থানে স্থাপিত ২৩০ সিসি ক্যামেরা সচল ও মেরামত এবং প্রয়োজনে নতুন সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়। ২০১৮ সালে শহরের বিভিন্ন স্থানে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

একই সাথে বেপরোয়া সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা জোরদার করা বিষয়ে   সিদ্ধান্ত গৃহীত হয়।এ লক্ষ্যে যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-বেনাপোল, যশোর-চুকনগর ও যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৮টি বিপদজনক স্পট চিহ্নিত করেছে বিআরটিএ ও ট্রাফিক বিভাগ।

এসব স্থানে পালন করা হবে বিশেষ কর্মসূচি। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি চলবে স্পিডগান দিয়ে গতি পরিমাপ, সর্তকতামূলক সাইন স্থাপন এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বেপরোয়া বাইক চালানোর রুখতে থাকবে জেলা পুলিশের বিশেষ তদারকি।

একইসাথে বন্ধন এক্সপ্রেসে চোরাচালান প্রতিরোধ ও মাদক প্রতিরোধে চালানো হবে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাবের সমন্বিত অভিযান। ধর্মীয় ইস্যুতে কোনো নেতিবাচক খবর প্রচারের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সতর্ক থাকার আহবান জানানো হয়।
সভায় জানানো হয়, প্রতিনিয়ত মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে নানা অপরাধ সংঘঠিত হচ্ছে সীমান্তবর্তী জেলা যশোরে। তাই জেলাটিকে মাদক নিমূল করতে জেলা প্রশাসন নানাবিধি কর্মসূচি হাতে নিয়েছে।

কর্মসূচির মধ্যে বিভিন্ন অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী প্রচারনা চালানো হবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অভিযান বেশি বেশি চালানোর বিষয়ে সিন্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনা সচেতনার অভাবে ঈদযাত্রায় ১৬টি দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া দুই জন আহত হয়েছে। এসব ঘটনার মধ্যে একটি সাইকেল আরোহী আর বাকী ১৫টি মোটর সাইকেল দুর্ঘটনা। অসময়ে নিজেদের অসচেতনায় এসব তরুণ প্রজন্ম দুর্ঘটনায় জীবন হারাচ্ছে। তাই পরিবার থেকেই তরুণ প্রজন্মদের সচেতনা সৃষ্টি করতে হবে।

এছাড়া গত এপ্রিল মাসে হত্যাকান্ড ঘটেছে ৫টি। এর আগের মাসে মার্চে ২টি হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিভিন্ন সময়ের চেয়ে হত্যাকান্ড বেশি ঘটলেও প্রশাসনের দাবি আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এছাড়া গতমাসে ৩০৯টি বিভিন্ন মামলা হয়েছে। যা এর আগে মার্চে ছিলো ৩৩২টি।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন,বিজিবি যশোর ব্যাটেলিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর মো. সেলিমুদ্দোজা,  আইনজীবি সমিতির সভাপতি মো. ইসসক,  প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান ,রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।। সভায় ৮ উপজেলার নিবাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ