সাতক্ষীরা প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট (লেক ভিউতে) সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীর সভাপতিত্বে ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ খুলনা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলাআওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা কমান্ডার এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাদের একটা বড় অবদান রয়েছে। বাংলাদেশ স্বাধীন হলেও সাতক্ষীরার সাধারণ মানুষ মনে করে সাতক্ষীরা স্বাধীন হয়েছে ২০১৪ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিজয়ের মধ্য দিয়ে। সাতক্ষীরার অনেক বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়ার যোগ্য থাকলেও একটিও পায়নি। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর নতুন কমিটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চাওয়া পাওয়া সফলতার সাথে কাজ করবে । আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম জিন্নাত।

