শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৭ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সেট প্রদান

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় আইসিটি শিক্ষার সুবিধা সম্প্রসারণের জন্য মিনি কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর আর্থিক সহযোগিতায় সদর উপজেলার ১টি মাদ্রাসা ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫টি কম্পিউটার সেট ও ৭টি প্রিন্টার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে এসব কম্পিউটার সেট ও প্রিন্টারসহ কম্পিউটার সরঞ্জামাদি সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে হস্তান্তর করেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, উপজেলা প্রকৌশলী মোঃ মাহাদী হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, উপ-সহকারি প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক এবং উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ