নিজস্ব প্রতিবেদকঃ যশোরে নানা কর্ম সূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েচছ। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কেউ কেউ নেতাকর্মীদের শুধু মঞ্চে বা রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখতে হবে দল যদি ক্ষমতায় না আসে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের শেষ থাকবে না। শুধু নেতাকর্মীরা না; এই দেশ ভালো থাকবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদারের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহসভাপতি এস এম নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

এর আগে ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে পৃথক তিনটি যুবলীগের ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নেতৃত্বে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে থেকে শোভাযাত্রা বের করে।

