নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের তৃণমূল পর্যায়ে ৭ দিনব্যাপি খো খো প্রশিক্ষণ শিবির’র সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজেন যশোর জেলার বালক ও বালিকা মিলে ৪০জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
শনিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নিডস্ ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড স্বত্ত্বধিকারী লায়ন্স প্রকৌশলী মোস্তফা কামাল প্রশিক্ষর্থীদের হাতে সনদপত্র তুলে দেন। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এজেডএম সালেক, মির্জা আখিরুজ্জামান সান্টু ও যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন খো খো পরিষদের সদস্য নিবাস হালদার, সেলিম রেজা, প্রশিক্ষক সাইদুর হক ও সোহাগ মিলন প্রমুখ।

