নিজস্ব প্রতিবেদক:যশোর ডিবি ও ইছালি ক্যাম্পের পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো শহরতলীর শেখহাটির বাজুন্দারপাড়ার বর্তমানে নতুন উপশহর ই ব্লক ১ নং রোডের জনৈক রেজাউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত সোহরাব হোসেন ও আছিয়া বেগমের ছেলে রায়হান হোসেন (২৭) বেনাপোল পাটবাড়ি বর্তমানে শেখহাটি আদর্শ পাড়ার আব্দুল লতিফের বাড়ির ভাড়াটিয়া শহিদ শেখ ও মনিজান বেগমের ছেলে মাহফুজ শেখ (২৭) ও সদর উপজেলার তেজরোল দক্ষিণপাড়ার মৃত আজগর বিশ্বাস ছেলে লাল্টু বিশ্বাস (২৭)।
ডিবি পুলিশের এস আই সাদ্দাম হোসেন জানান, বুধবার (১৭ মে) রাতে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড মোড়ে অবস্থানকালে গোপনে জানতে পারেন উপশহর ই ব্লকে জনৈক রেজাউল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রির জন্য দুজন অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় রায়হান ও মাহফুজকে আটক করা হয়। আটক রায়হানের ডানহাতে কাপড়ের সপিং ব্যাগে ৫শ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক রায়হান পুলিমের কাছে স্বীকার করে সে মাহফুজের সহায়তায় দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়বিক্রয় করে আসছে। এদিকে ইছালী ক্যাম্পের পুলিশ মনোহরপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপনে সংবাদ পায় ইছালী বাজারের রুহুল আমিনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুঃিলমের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় লাল্টু বিশ্বাসকে আটক করা হয়। আটক লাল্টুর দেহ তল্লাসী করে লুঙ্গির কোচর থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেট গুলি এয়ার টাইট পলিথিনে রাখা ছিলো।
ইয়াবা ও গাঁজা আটকের ঘটনায় কোতয়ালি থানায় পৃথক দৃটি মামলা হয়। বৃহস্পতিবার আটক আসামিদের আদালতে প্রেরন করা হয়।
যশোরে ইয়াবা গাঁজাসহ আটক ৩

