শার্শা প্রতিনিধি: বেনাপোলে পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ জিয়ারুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) রাত ১১ টার দিকে পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো জিয়ারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মনিরুজ্জামান ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা গ্রামস্থ জনৈক আব্দুল হামিদের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হয়তে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ জিয়ারুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এ বিশেষ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

