ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছাই হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা ওয়ার্ডে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন যশোর ২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। বৃহস্পতিবার তিনি এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি দেখেন। পরে পাঁচপোতা ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, শেখ হাসনার সরকার জনবান্ধব সরকার। এই সরকারে আমলে মাইল ফলক উন্নয়ন হয়েছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান বরি ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Yesterday at 11:45 AM

