শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে দুর্ঘটনারোধে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণ

আরো খবর

নড়াইল প্রতিনিধি:দুর্ঘটনারোধে নড়াইলে ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণসহ সড়ক-মহাসড়কে চলাচলের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এছাড়া প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়।
‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শুক্রবার(১৯ মে) সকালে ঢাকা-নড়াইল-বেনাপোল জাতীয় মহাসড়কের রূপগঞ্জ এলাকায় ৬০জন ভ্যানচালকের মাঝে রেডিয়াম স্টিকারসহ এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ ও সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, দুর্ঘটনারোধে নড়াইলের সড়কগুলোতে চলাচলরত ভ্যানের পেছনে দু’টি করে রেডিয়াম স্টিকার দেওয়া হয়েছে, যাতে করে মোটরসাইকেলসহ রাতের বেলা চলাচলরত অন্যান্য যানবাহনগুলো সহজে ভ্যানগাড়িকে দেখতে পায়। এছাড়া রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ভ্যানচালকদের সচেতনতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের মাঝে খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মানউন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্য, পরিবার-পরিজনদের আর্থিক সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সড়কসহ বাড়ি বাড়ি বৃক্ষরোপণ, অসহায় শিশুদের জন্য বিনামূল্যে ঈদবাজার, ইফতার, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, বিনামূল্যে সবজি বাজার, চিকিৎসা, গরীব কৃষকের ধান কেটে দেওয়াসহ বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে। এ কাজে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ সংগঠনটিকে সহযোগিতা করে থাকে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ৪৫জন।তাঁরা সকলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থী। ##

আরো পড়ুন

সর্বশেষ