সাতক্ষীরা/তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদিকাটি গ্রামে শিব মন্দিরের ছাদ ঢালাই উদ্বোধন ও গ্রামবাসীদের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে কাদিকাটি গ্রামে নিতাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢালাইয়ের উদ্বোধন করে সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোজাফফর রহমান।
এসময় বক্তব্য রাখেন খলিষখালী ইউনিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অশোক লাহেড়ী, খলিষখালী ইউনিয়ান কৃষকলীগের সভাপতি শিক্ষক বিধান চন্দ্র দাশ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপÍ সভাপতি দুলাল চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র দাশ, খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ গোলদার, আওয়ামী লীগ নোত সমরেশ চন্দ্র মন্ডল, শ্যামল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি সদস্য মো: জালালউদ্দীন মোড়ল, সাবেক ইউপি সদস্য শেখ ওমমান আলী, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাশ, রবীন্দ্র নাথ দাশ, অমল চন্দ্র দাশ, সঞ্জয় দাশ, অচিন্ত দাশ ও শ্রমীকলীগ নেতা শহীদ গাজী প্রমুখ।সভায় প্রধান অতিথি মোজাফ্ফর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে সারা দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবন্ধ থেকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
