নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে যশোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।সোমবার বিকেলে দলীয় কায়ালযের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
নেতৃবৃন্দের মধ্যে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এএইচএম হুমায়ুন কবীর কবু, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, ক্রীড়া সম্পাদক আবু সেলিম রানা, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু, জেলা আওয়ামী লীগ নেতা ফারুখ আহমেদ কচি, সুখেন মজুমদার, লুৎফুর কবীর বিজু, ওহিদুল ইসলাম তরফদার, মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, মোয়াজ্জেম হোসেন, সামির ইসলাম পিয়াস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামান,সহসভাপতি দেলোয়ার বেগম, সাংগঠনিক সম্পাদক নাদিরা নাসরিন নীলা, নওশীন সুলতালা সুমি, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব।
