ঝিকরগাছা প্রতিনিধি:রাজশাহী জেলা বিএনপির আহবায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল কাদের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, ঝিকরগাছা উপজেলা যুবলীগএর যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এছাড়াও শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

