সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অনিয়মের মাধ্যমে কমিটি গঠন করায় সাধারণ সদস্যদের পদত্যাগ

আরো খবর

 

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :

কালীগঞ্জ রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আতিয়ার রহমান ব্যাপক অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করায় কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন।এ বিষয়ে ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ জেলা প্রশাসক ঝিনাইদহ, শিক্ষা বোর্ড যশোর, জেলা শিক্ষা অফিসার ঝিনাইদহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ, ঝিনাইদহ ও চেয়ারম্যান ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ, ঝিনাইদহ এর দপ্তরে পদত্যাগপত্রের আবেদনের অনুলিপি পাঠিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। পদত্যাগকারী সদস্যরা আবেদনপত্রে উল্লেখ করেছেন, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ও বিদ্যালয়ের নানা খাতের টাকা আত্মসাতের লোভে পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনকে পুনরায় সভাপতি করেছেন। যা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পদত্যাগকারী সদস্যরা জানান, গত ৫ বছর পূর্বে উক্ত বিদ্যালয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ৫ জন শিক্ষক নিয়োগ দেন প্রধান শিক্ষক আতিয়ার রহমান। ঐ সময় তিনি মাত্র দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এক প্রকার লুকোচুরির আশ্রয় নেন। যা নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। ফলে তৎকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা একটি তদন্ত কমিটি গঠন করে দেন। উক্ত কমিটি তদন্ত করে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের বিরুদ্ধে প্রায় ৮০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায়।এছাড়াও স্কুলের পুকুর লীজ,গাছ বিক্রি, ছাত্র-ছাত্রীদের বেতনের টাকা ক্যাশ খাতায় লিপিবদ্ধ না করে ভুয়া ভাউচার এর মাধ্যমে আত্মসাৎ করেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আতিয়ার রহমান। আর তার এই সকল কাজের সহযোগী হিসেবে সর্বদা সহযোগিতা করে আসছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন। বিতর্কিত এই আমির হোসেনকে পুনরায় সভাপতি নির্বাচিত করে অর্থ লুটপাটসহ বিভিন্ন অনৈতিক সুবিধা হাসিলের জন্য প্রধান শিক্ষক এ অনিয়মকে নিয়মে পরিণত করতে চলেছেন।এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও পদত্যাগ করা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা আমির হোসেনের সাথে স্কুল পরিচালনার দায়িত্ব পালন করবেন না মর্মে বিতর্কিত ঐ সভাপতির নিকট পদত্যাগপত্র দাখিল করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ