শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সন্ত্রাসবি‌রোধী মি‌ছি‌লে এমপি‘র হাতে অস্ত্র

আরো খবর

একাত্তর ডেস্ক:চট্টগ্রা‌মের বাঁশখালী‌ত আওয়ামী লী‌গের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে হত‌্যার হুম‌কির প্রতিবা‌দে বি‌ক্ষোভ ও প্রতিবাদ সমা‌বেশ গতকাল সোমবার বিকা‌লে অনু‌ষ্ঠীত হয়। মি‌ছিল চলাকালীন নি‌জের লাইসেন্স করা রি‌ভলবার কিছু সম‌য়ের জন‌্য হা‌তে নি‌য়ে প্রদর্শন করায় তা নি‌য়ে সমা‌জমাধ‌্যমে নানা ধর‌নের প্রতি‌ক্রিয়া সৃষ্টি হ‌য়ে।

এ ঘটনার প্রতি‌ক্রিয়ার এমপি মোস্তা‌ফিজুর রহমান চৌধুরী তার সমা‌জমাধ‌্যমে ব‌লেন, ‘প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন। তবে আমি বৈধ অস্ত্র ব্যবহার করে অগ্নিসন্ত্রাসকারী বাহিনীকে প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?’

তিনি আরও লেখৈন, ‘বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের প্রতিরোধ করতে ভবিষ্যতেও জীবনবাজি রেখে মাঠে থাকতে পারলেই আমার রাজনীতির স্বার্থকতা।’

ওই মি‌ছিল‌টি বাঁশখালীর প্রধান সড়‌কে বি‌ক্ষোভ শে‌ষে উপ‌জেলা আওয়ামী লী‌গের নিজস্ব কার্যাল‌য়ে শেষ হয়। এ সময় সং‌ক্ষিপ্ত সম‌য়ের জন‌্য এম‌পির নি‌জের লাইসেন্স করা রি‌ভলবার‌টি হা‌তে নিয়ে পরে তা আবার নি‌জের সা‌থে থাকা ব‌্যা‌গে ভ‌রে নেন। এ ছ‌বি‌টি সোমবার রা‌তে সমা‌জমাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।(সূত্র: দেশ রুপান্তর)

আরো পড়ুন

সর্বশেষ