সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ হাসপাতালে কবে চালু হবে এক্সরে মেশিন?

আরো খবর

 

হুমায়ুন কবির সোহাগ(কালীগঞ্জ) ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রায় চার লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সরকারি এই স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানটি সেবা দিয়ে যাচ্ছে।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিকল্পে কালীগঞ্জ হাসপাতালে একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদান করে । যে মেশিনটি দীর্ঘদিন হাসপাতালের প্রশাসনিক ও বহির্বিভাগ ভবনের মাঝামাঝি কলিডরে অপরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। বর্তমানে ডিজিটাল এক্সরে মেশিনটি প্রশাসনিক ভবনের একটি কক্ষে প্রতিস্থাপন করা হলোও আজ অব্দি মেশিনটি চালু করা সম্ভব হয়নি। ফলে সাধারণ রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে । ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিষ্কার করেন। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।মফস্বল এলাকার চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা এক্সরে মেশিনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তাদেরকে বেশি মূল্যে এক্সরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে করা লাগছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ হাসপাতালে যে ডিজিটাল এক্সরে মেশিন প্রদান করা হয়েছে সেটির এফপিডি নামক একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় এক্স-রে রিপোর্টে অবাঞ্চিত দাগ পড়ে যাচ্ছে।মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে লোক এসে নষ্ট হওয়া যন্ত্রটি খুলে নিয়ে গেছে।তাদের দেওয়া সময়ের মধ্যে নষ্ট হওয়া যন্ত্রটি ঠিক করে যথাস্থানে প্রতিস্থাপন করার মধ্য দিয়ে অতি দ্রুত ডিজিটাল এক্সরে মেশিনটির সেবা প্রদানের জন্য প্রস্তুত করা হবে। আমি এ ব্যাপারে প্রতিনিয়ত খোঁজখবর রাখছি। তিনি আরো উল্লেখ করেন, এই মেশিনটি চালানোর জন্য কোনো টেকনিশিয়ান কালীগঞ্জ হাসপাতালে স্থায়ীভাবে নিয়োগ নাই। হরিণাকুন্ডু উপজেলা হাসপাতালের একজন টেকনিশিয়ান সপ্তাহের রবিবার ও বুধবারে কালীগঞ্জ হাসপাতালে অ্যাটাচমেন্টে কাজ করবেন। কালীগঞ্জ উপজেলার সেবা প্রত্যাশী জনগণ মনে করেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল এক্সরে মেশিন কালীগঞ্জ হাসপাতালে প্রদান করা হয়েছে সেটি অতিসত্বর চালু করার মধ্য দিয়ে জনগণ উপকৃত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ