শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না-নেতৃবৃন্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : বুধবার যশোরে যুবলীগের বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, যারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় তাদের যশোরে রাস্তায় নামতে দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা যুবলীগ। বিকেলে দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, বিএনপি গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলছে। আওয়ামী লীগের উন্নয়ন সহ্য করতে পারছে না । তাদের এতো সাহস; আওয়ামী লীগের সভাপতিকে হত্যার হুমকি দেয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আগামী ২৭ মে যশোরে মির্জা ফখরুলের জনসভা করতে দেবে না।
সমাবেশে প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, অগ্নি সন্ত্রাসীদের সমাবেশ করার কোন অধিকার এই দেশে নেই। জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগ, শহর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনকে নির্দেশ দেয়া থাকলো ২৭ মে বিএনপি যদি সমাবেশ করতে ঘর থেকে একপা’ও বের হয় তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার থেকে সকল সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেয়া থাকলো। ২৬ মে বিকেলে যশোর শহরে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।’

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, অপর সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির কবু, গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা নেতা রেজাউল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা খাতুন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্য হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এম এ বাসার, সদস্য মশিয়ার রহমান সাগর, মারুফ হোসেন খোকন, সামির ইসলাম পিয়াস, আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, উপশহর ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য এহসানুর রহমান লিটু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলার আলমগীর কবির সুমন, শাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম জুয়েল, রওশন ইকবাল শাহী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিয়ামত উল্লাহ।

আরো পড়ুন

সর্বশেষ