সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় আদালতের বারান্দায় ছুরিকাঘাত করে প্রতিপক্ষকে জখম করেছে মামলার বাদীপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৫ মে) সকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিক ভাবে আহতকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল হামলাকারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ভক্তভোগী শুকুর আলী জানান, গত ৫ মার্চ কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ৬৭ শতক জমি কেনেন তিনি। এই জমি নিয়ে একই এলাকার আবু সাঈদ সোহেলের সাথে তার বিরোধ চলে আসছিলো।

