শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি:শোরে ৯বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইদ্রিস আলী (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের জেল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক ইদ্রিস আলী ঘোপ বেলতলা রোডের কুটি মিয়ার ছেলে।
যশোর কোতোয়ালী থানার ওসি মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইদ্রিস আলী শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে তার পরিবার থেকে অভিযোগ পাই। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর  অভিযোগের ভিত্তিতে ইদ্রিস আলীকে বৃহস্পতিবার বিকেলে শহরের জেল রোড এলাকা থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা: আব্দুস সামাদ বলেন, শিশুটিকে ভর্তির পর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেতে ৪৮ ঘন্টা সময় লাগবে। রিপোর্ট আসার পরে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।#

আরো পড়ুন

সর্বশেষ