মণিরামপুর প্রতিনিধি:যশোরের মণিরামপুরের পৌর এলাকায় ১১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ লাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার এই নির্মাণ কাজ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য্য এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে কর্মমুখী করে গড়ে তোলায় পৌর এলাকার মানুষ আজ ঘরে বসে বিশুদ্ধ পানি পাচ্ছে। তবে অবহেলা করে এই বিশুদ্ধ পানির কেউ অপচয় করবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আলী হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বস্থ্যের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পিডি মাসুদ পারভেজ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড: বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।

