শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইলে খালেদা জিয়ার মুক্তিসহ  ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপি’র  জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দূপুরে সদর উপজেলার নাকশি-মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠে  জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।
জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল ও আলী হাসানের সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল জমাদ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, প্রচার সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ফসিয়ার রহমান ও সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন প্রমূখ।

আরো পড়ুন

সর্বশেষ